খুলনা প্রতিনিধি:
উচ্চ শিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকাল পৌণে ১০ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়।
কর্মশালায় প্রধান অতিথি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথির রয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
কর্মশালায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. এস, এম, কবীর। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সেক্রেটারি এ কে এম মনিরুল ইসলাম। বক্তৃতা করবেন কাউন্সিলের পরিচালক প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ।
কর্মশালায় সহযোগিতা করেন খুলনা বিশ্ববিদ্যালয় আইকিউএসি।
আরও পড়ুন
কারো উশৃংখল বক্তব্যে জামায়াতে ইসলামীর কাজ ব্যাহত হবে না
বড়লেখা পৌর বিএনপির কাউন্সিল, সভাপতি সাইফুল ইসলাম, সম্পাদক আব্দুল হাফিজ
কুলাউড়ায় শ্রেণিকক্ষে সিলিং ফ্যান পড়ে ছাত্রী আহত