December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 24th, 2024, 7:21 pm

সিলেটে আশা’র শিক্ষা কর্মসূচীর  অভিভাবক মতবিনিময় সভা 

এস এ শফি, সিলেট:
সিলেট এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ে আশা’র শিক্ষা কর্মসূচীর অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে এ উপলক্ষে এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর।
এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমন আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশা’র এডুকেশন অফিসার হাবিবুর রহমান মাহবুব, বিএম তিপ্তী মজুমদার, শিক্ষা সুপারভাইজার মিজানুর রহমান, আব্দুল্লাহ আল হেলাল।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সালেহ ইবনে শিহাব রুমেলের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আবিদুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন আশা সিলেট সদর উপজেলা ম্যানেজার মোঃ আলাউদ্দিন আলী।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ।