December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 2nd, 2024, 9:08 pm

সবাই এখন ‘তাণ্ডব’ নিয়ে ব্যস্ত…

অনলাইন ডেস্ক:
গোপনেই নতুন সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছেন পরিচালক রায়হান রাফি। তিনি এবার আসছেন ‘তাণ্ডব’। নতুন এই সিনেমায় রায়হান রাফি চুক্তিবদ্ধ হলেও সিনেমার নায়ক শাকিব খান মৌখিকভাবে অভিনয়ে আগ্রহ প্রকাশ করেছেন, এমনটাই জানিয়েছেন সিনেমার অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল। তবে রাফি জানালেন, শাকিবকে সঙ্গে নিয়েই ফিরছেন।

এসভিএফ ও আলফা আই এন্টারটেইনমেন্টের প্রধান শাহরিয়ার শাকিল বলেন, ‘আমরা ইতিমধ্যে সিনেমাটি নিয়ে কাজ শুরু করেছি। সবাই এখন “তাণ্ডব” নিয়ে ব্যস্ত। পুরোদমে প্রি–প্রোডাকশনের কাজ চলছে। সিনেমার পরিচালক চুক্তিবদ্ধ হলেও নায়ক হিসেবে আমাদের পছন্দ শাকিব খানকে। তাঁর সঙ্গে গল্প নিয়ে কথা হয়েছে। তিনি গল্প পছন্দ করেছেন। মৌখিকভাবে জানিয়েছেন সিনেমাটি করতে চান। সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।’
আগামী ফেব্রুয়ারি থেকে টানা সিনেমার শুটিং করবেন রাফি। তিনি জানান, সিনেমাটি আগামী বছর ঈদুল ফিতরে মুক্তির সম্ভাবনা রয়েছে। তাঁর গল্পেই নির্মিত হবে তাণ্ডব। এই পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আকিব। যিনি ‘তুফান’ সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন।

রাফি বলেন, ‘দর্শকেরা দীর্ঘদিন ধরেই চাইছিলেন শাকিব খানকে নিয়ে আবার কাজ শুরু করি। আমাদের জুটি পর্দায় আসুক। তাদের জন্য নতুন করে ফিরছি। সিনেমাটি নিয়ে আমি খুবই এক্সসাইটেড। দর্শকও নতুন করে দেখবে শাকিব খানকে।’

গল্প নিয়ে রাফি এখনই কিছু বলতে চান না। শুধু জানালেন, পর্দায় তাণ্ডব সৃষ্টি করবে শাকিব খান। পুরো অ্যাকশন–নির্ভর সিনেমা। দেশের দর্শকদের নতুন কিছু দিতে চান গল্পটি দিয়ে। রাফি বলেন, ‘“পরাণ”, “সুড়ঙ্গ”, “তুফান” সিনেমাগুলো ঈদে মুক্তি পেয়েছে। তিনটি সিনেমাই দর্শক পছন্দ করেছেন। এবারও আমরা কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি দিতে চাই।’

তবে শাকিবকে নিয়ে ‘তুফান-২’ সিনেমার শুটিং করার কথা থাকলেও তার আগেই তাণ্ডব শুরু হচ্ছে। এই প্রসঙ্গে রাফি বলেন, ‘আমরা “তুফান-২” নিয়ে সময় নিচ্ছি। এটা আরও বেটার কিছু হবে। যে কারণে গল্প প্রস্তুত করতে সময় লাগছে।’

‘তাণ্ডব’–এ নায়িকা কে এখনই জানাতে চান না। তবে চমক রয়েছে। এ মাসেই জানা যাবে নায়িকার নাম। গল্প প্রসঙ্গেও কথা বলা বারণ বলে জানালেন রাফি। তিনি জানান, এবার তুফান সিনেমার চেয়ে বেশি চ্যালেঞ্জ নিতে হবে। সিনেমার ফাইট ডিরেক্টর ও অনেক কলাকুশলী থাকবেন বিদেশের।

সব শেষে প্রযোজক শাকিল বলেন, ‘আমাদের গল্পই শক্তি। সেদিক থেকে এটি “তুফান’–এর চেয়ে বহু অংশে ছাড়িয়ে যাবে। আমাদের ঢালিউড দর্শক এমন সিনেমার গল্প আগে দেখেনি, চিন্তাই করতে পারবে না এবার “তাণ্ডব”–এ কী ঘটবে। আমরা সিনেমাটি নিয়ে খুবই আশাবাদী।’