অনলাইন ডেস্ক :
ডিজিটাল জালিয়াতি এবং অবৈধ উপায়ে ভর্তির দায়ে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।
সোমবার (২৭ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বহিষ্কৃত ছাত্ররা হলেন-অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের মো. রাকিব হাসান (সেশন ২০১৭-১৮), এবং ভূতত্ত্ব বিভাগের ইশরাক হোসেন রাফি (সেশন ২০১৭-১৮)।
এছাড়া পরীক্ষায় অসুদপায় উপায় অবলম্বনের জন্য ৭২ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে।
আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে ‘কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না’- এই মর্মে কারণ দর্শানোর নোটিশও দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৭২জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন
গুচ্ছ ভর্তিতে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়, বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত
বছরজুড়ে শিক্ষায় অস্থিরতা, শিক্ষার্থীদের হাত ধরেই ‘বিজয়’
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা, বদলে যাচ্ছে পদ্ধতিও