নিজস্ব প্রতিবেদক
ভারতের কিছু মিডিয়া বাংলাদেশেকে নিয়ে গুজব ছড়াচ্ছে। এ জন্য আজ দেশে অস্তিরতা সৃষ্টি হয়েছে। এটা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। অপশক্তিকে রু্খে দিতে সজাগ থাকতে হবে।
সামাজিক অস্তিরতা ও নাগরিক ভাবনা নিয়ে সোসাইটি অফ এনলাইটেন্ড পিপলের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা এমন মন্তব্য করেন।
বৃহস্পতিবার বিকেলে মিরপুরের কাফরুল থানায় এ সভা অনুষ্ঠিত হয়। মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লসকর মোঃ তাসলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ তসবির লসকর।
আলোচনা সভায় লসকর মোঃ তাসলিম বলেন, গুজবের জন্য আজ দেশে অস্তিরতা সৃষ্টি হয়েছে। এটা থেকে আমাদের বের হতে হবে। ভারতের কিছু মিডিয়া আমাদের দেশকে নিয়ে গুজব ছড়াচ্ছে। এটা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। অপশক্তিকে রু্খে দিতে সজাগ থাকতে হবে। দেশপ্রেমই পারে এই অপশক্তি রুখে দিতে।
তিনি আরো বলেন, আমাদের এ স্বাধীনতা আনতে অনেক প্ররিশ্রম করতে হয়েছে। আমারা এটা কাউকে ছিনিয়ে নিতে দিবো না। ফ্যাসিস্ট সরকারের আমলে আমাকে এ ওয়ার্ডের কমিশনার হিসেবে নির্বাচন করতে বাধা প্রদান করেন এবং আমাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছেন ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা আমি এই অনুষ্ঠানে মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার অনেক কাছের মানুষকেও নির্যাতিত হতে হয়েছে।
৫ আগস্ট এর পর অন্তবর্তীকালীন সরকারের আমলে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমাদের আল্লাহ রক্ষা করেছেন।
সামাজিক অস্থিরতা ও নাগরিক ভাবনা এই মত বিনিময় সভা থেকে এটাই শেখা উচিত এই সমাজকে আমাদের পরিবর্তন করতে হবে এবং একটি সুন্দর ও সু-শৃংখল সমাজ উপহার দিতে পারি।
সভাপতির বক্তব্যে মোঃ রেজাউল করিম বলেন, আমরা যে স্বাধিনতা পেয়েছি, এই স্বাধীনতাকে রক্ষা করতে হলে আমাদের ভোটের যুদ্ধে জয়ী হতে হবে। তা হলেই আমারা এই স্বাধীনতাকে রক্ষা করতে পারবো। আগামী নির্বাচনে যারা ন্যায়ের পথে থাকবে আমারা তাকে ভোট দিয়ে জয়ী করবো। তাহলেই আমাদের হক আদায় হবে এই যুদ্ধের জয়ী হওয়া সার্থক হবে।
সমাজের এই অস্থিরতা ও বিশৃঙ্খলা দুর করার জন্য নৈতিকতা সম্পন্ন ব্যক্তিত্বের প্রয়োজন। সেজন্য সমাজের মানুষের ত্রুটিগুলো ধরিয়ে দেয়ার জন্য ইমামদের ভূমিকা রাখার আহবান জানান রেজাউল করিম।
এসময় অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন এডভোকেট ওয়াদুদ, মো হাসান, খলিলুর রহমান, মো নিজাম উদ্দিন প্রমুখ।
আরও পড়ুন
সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত কমিটি
অগ্নিকান্ডে মিঠাপুকুরের নয়ন একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা পরিবার
ডেঙ্গুতে এক দিনে মারা গেছেন আরও ৪ জন