মাসুম বিল্লাহ ইমরান, খুলনা:
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, প্রতিটি থানা, পৌরসভা, জেলা ও মহানগরে দ্রুত বিএনপির কমিটি করতে হবে। এর বাইরে এক চুল যাওয়ার ক্ষমতা আমাদের নেই, আপনাদেরও থাকবে না।
তিনি বলেন, সবাইকে নিয়ে এই কমিটি করতে হবে, কাউকে বাদ দিয়ে নয়। একাংশকে নিয়ে করলাম, আরেক অংশ বাদ দিলাম তা হবে না। প্রয়োজনে প্রত্যেকটি থানা ইউনিয়নে আমাদের নেতারা যাবে। আমরা কোনো গোজামিলে বিশ্বাস করি না। আপনারা কেউ গোজামিল দেয়ার সুযোগ পাবেন না।
তিনি রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে বিভাগের ১০ জেলার ইউনিট প্রধানদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। খুলনা বিভাগের সব জেলা ও মহানগরে সম্মেলন সফল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনিদ্য ইসলাম অমিত। সঞ্চালনা করেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, অধ্যক্ষ সোহরাব উদ্দিন, হাবিবুল ইসলাম হাবিব, আজিজুল বারী হেলাল, শামীমুর রহমান শামীম, এম ওবায়দুল ইসলাম, অমলেন্দু দাস অপু, কে এম আমিরুজ্জামান খান শিমুল, শফিকুল আলম মনা, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, রবিউল ইসলাম রবি।

আরও পড়ুন
কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার প্রতিনিধি সমাবেশ
কমলগঞ্জে ২৫টি অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ
কুমিল্লায় ৪ ডাকাত গ্রেফতার। দেশীয় অস্রসহ ২ পিকআপ উদ্ধার