মাসুম বিল্লাহ ইমরান, খুলনা:
আমানুল্লাহ আমান বলেন, দীর্ঘ ১৬ বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ শত শত নেতাকর্মী গুম হয়েছে। শত শত নেতাকর্মী শহীদ হয়েছে। সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই বাংলাদেশে আবার নতুন করে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার রোড ম্যাপ দিয়েছে, সংস্কার কমিশনের কর্মকান্ড শেষ হলে দ্রুত নির্বাচন দিতে হবে। সেই নির্বাচন হবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী এবং সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে।

সোমবার (৯ ডিসেম্বর) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেন, দেশনায়ক তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন হবে। সকল দলের মতামত নিয়ে দেশ পরিচালিত হবে। এজন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। সহনশীল হতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদের ঐক্যের বিকল্প নেই। কে পদ পেলাম, কে পেলাম না, সেদিকে তাকাবেন না।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও পৌরসভার কাউন্সিল হবে। এরপর জেলা কাউন্সিল হবে। দল সুসংগঠিত হতে হবে। দল সুসংগঠিত হওয়ার মধ্য দিয়ে আগামীতে নির্বাচনের প্রস্তুতি নিন। ধৈর্য ধারণ করে সকলে জনগণের পাশে দাঁড়াবেন। জনগণ যেন বলে বিএনপি জনগণের পাশে আছে। যদি কেউ অন্যায় অপরাধ করতে চায় তাকে করতে দেবেন না। যদি তারপরেও করে তাকে আমরা দলে রাখবো না।
আরও পড়ুন
এলো ফার্স্টলুক, কবে মুক্তি পাবে রানির নতুন সিনেমা
গরমে কিশমিশ ভেজানো পানি পান করা কেন জরুরি?
কুমিল্লায় ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদল-এনসিপির যৌথ মিছিল