December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 10th, 2024, 5:18 pm

শ্রীমঙ্গলে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

আল ইব্রাহিম, শ্রীমঙ্গল, (মৌলভীবাজার), প্রতিনিধি:
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে শহরের মৌলভীবাজার সড়কের লেবার হাউজ হল রুমে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে ও ইন্ডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিস (আইপিডিএস) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরার সভাপতিত্বে ও স্বপ্না কানুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ কন্দ, সাধারণ সম্পাদক নিপেন পাল, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি, আইপিডিএস এর মৌলভীবাজার জেলা ফিল্ড অফিসার সুমন কৈরী প্রমুখ।
পরে লেবার হাউজ এর সামনে থেকে একটি র‍্যালী বের করা হয় ।