আব্দুর রহমান মিন্টু, রংপুর:
রংপুরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চতুর্থ অর্থনৈতিক শুমারি ২০২৪-এর তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ই ডিসেম্বর) সকালে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম ফেস্টুন উড়িয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনার বলেন, অর্থনৈতিক শুমারি একটি জাতীয় গুরুত্বপূর্ণ কাজ। টেকসই উন্নয়নে সঠিক তথ্যের কোনো বিকল্প নেই। তিনি এই জাতীয় গুরুত্বপূর্ণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে রংপুর সরকারি কর্মকর্তা, বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মচারি, তথ্য সংগ্রহকারী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর দিবসটি উপলক্ষ্যে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
উল্লেখ্য, রংপুর জেলায় এই অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমে ৫৩ জন পরিসংখ্যান জোনাল অফিসার, ৩২১ জন সুপার ভাইজার, ৫৩ জন আইটি সুপারভাইজার এবং এক হাজার ৭০২ জন তথ্য সংগ্রহকারী নিয়োজিত থাকবেন।

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো