April 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 10th, 2024, 5:58 pm

বেরোবিতে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

রংপুর ব্যুরো:বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর, ২০২৪) সকালে বিশ^বিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে বেরোবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগিতায় এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

এসময় তিনি বলেন, বর্তমানে কৃষিতে আধুনিক প্রযুক্তি যুক্ত হওয়ায় একদিকে যেমন পরিশ্রম কমেছে, তেমনি কৃষি উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। এ ধরনের কৃষি উদ্ভাবন শিক্ষার্থীদেরকে আগ্রহী ও উপকৃত করবে। কৃষিতে শিক্ষার্থীরা নতুন নতুন প্রযক্তি উদ্ভাবন করতে পারলে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশ থেকে আমদানি নির্ভরতাও কমবে।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান এবং দিনাজপুরের কৃষি গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন কর্মকর্তা ড. মুহম্মদ শামসুল হুদা। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন এফএমপিই বিভাগ ও প্রকল্প পরিচালক, এফএমডি প্রকল্প, বারি, গাজীপুরের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নূরুল আমিন।  সেমিনারে বেরোবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।