December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 11th, 2024, 8:18 pm

ইরানে হিজাব পরিধান না করলে মৃত্যুদণ্ড ইরানে পাস হয়েছে ‘শালীনতা ও হিজাবের সংস্কৃতি’ আইন

ইরানে হিজাব পরিধান না করলে হতে পারে মৃত্যুদণ্ড/রয়টার্স

সম্প্রতি ইরানে পাস হয়েছে “শালীনতা ও হিজাবের সংস্কৃতি” আইন। এই আইন পাসের ফলে দেশটির কোনো নারী যদি হিজাব পরিধান না করেন তাহলে তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তবে আইনটির বিরোধিতা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, এই আইনের ফলে ইরানি সমাজে আরও অসন্তোষ সৃষ্টি করবে।

আইনটি ইরানি কর্তৃপক্ষ এই মাসের প্রথমদিকে পাস করেছে। আইনটির ৩৭ ধারা অনুসারে, যারা বিদেশি মিডিয়া এবং আন্তর্জাতিক সুশীল সমাজের কাছে অশালীনতা উন্মোচন বা “অসামঞ্জস্যপূর্ণ পোশাক” প্রচারে সহায়তা করবেন, তাদের ১০ বছরের কারাদণ্ড এবং ১২,৫০০ ইউরো জরিমানা হতে পারে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, এই আইনটি কার্যকর হলে যেসব নারীরা খোলামেলা পোশাকে মিডিয়াতে নিজেদের বক্তব্য দেন বা শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেন তারা মৃত্যুদণ্ডের শিকার হতে পারে।

মানবাধিকার সংগঠনটি আরও বলেছে, আইনটি এমন এক পরিস্থিতি তৈরি করছে যেখানে যেকোনো ব্যক্তি, যারা নারীদের উপর বাধ্যতামূলক হিজাব চাপিয়ে তাদের “ধর্মীয় দায়িত্ব” পালন করতে চায়, তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলে তারা নিজেরই কারাদণ্ড বা জরিমানা হতে পারেন।

আমনেস্টির মধ্যপ্রাচ্য বিষয়ক উপ-পরিচালক ডায়ানা এলতাহাওয়ি বলেছেন, “এটি একটি লজ্জাজনক আইন যা নারীদের এবং মেয়েদের উপর আরও কঠোর নিপীড়ন বৃদ্ধি করবে। যারা তাদের অধিকার রক্ষায় দাঁড়াচ্ছে তারাও।”

ইরানি সাংবাদিক, সমাজকর্মী, ইসলামি পণ্ডিত, মানবাধিকারকর্মী এবং আইনজীবীরা এই আইনটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, মহিলাদের প্রতি ক্রমবর্ধমান দমনমূলক ব্যবস্থাকে বৈধতা প্রদান করবে।

নাজানিন আফশিন-জাম মাক্কে, একজন মানবাধিকার কর্মী, বলেছেন, এই আইনটি “অত্যাচারী, লিঙ্গ-ভিত্তিক একটি বিরোধী শাসনের” প্রকাশ, যা মহিলাদের অধিকার এবং স্বাধীনতার উপর আঘাত হানবে।