খেলা ডেস্ক:
নারী বিশ্বকাপ ২০২৭ এর আয়োজনের সময়, আয়োজক দেশ ও কয়টি দেশ অংশ নিতে পারবে তা জানিয়েছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ৩২ দলের এই টুর্নামেন্টটি আয়োজিত হবে ব্রাজিলে। ২০২৭ সালের ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত নারী বিশ্বকাপের এই দশম আসর অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘‘ফিফা নারী বিশ্বকাপের ২০২৭ ব্রাজিল আসর বর্তমানে একটি অবস্থানে এসে দাঁড়িয়েছে যে আমরা উদ্বোধনী ম্যাচের জন্য আর অপেক্ষা করতে পারছি না। ২০২৭ সালের ২৪ জুন শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টটি। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। ঐতিহাসিক এই টুর্নামেন্ট কেবল দক্ষিণ আমেরিকায় বড় প্রভাব রাখবে না, বরং সারাবিশ্বে চমক প্রকাশ করবে। নারীদের অংশগ্রহণ ও তাদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করে খেলাটিকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে বড় ভূমিকা রাখবে এই আসর।”
ফিফা এবং ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএল) মিলে এই সময় নির্ধারণ করেছে। ৩২টি দলের এই টুর্নামেন্টে ২৯টি দল সরাসরি খেলতে পারবেন। যার মধ্যে সর্বোচ্চ ১১টি দল বরাদ্দ ইউরোপীয় (উয়েফা) দেশগুলোর জন্য। আয়োজক ব্রাজিলসহ লাতিন অঞ্চল থেকে খেলতে পারবে ৩টি দেশ। এছাড়াও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে ৬টি, কনফেডারেশন অব আফ্রিকা ফুটবল (সিএএফ) থেকে ৪টি ও কনকাকাফ (উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল) থেকে খেলবে ৪টি ও ওশেনিয়া ফুটবল ফেডারেশন (ওএফসি) থেকে ১টি দল এ টুর্নামেন্টে অংশ নেবে। আর বাকি দলগুলো আসবে প্লে-অফ খেলার মাধ্যমে।
আরও পড়ুন
এনার্জি ড্রিংক বেশি পরিমাণে পান করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে
নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেন নাসির
পাচারের টাকায় পরিবারসহ বিদেশে মুস্তফা কামালের বিলাসী জীবন