অনলাইন ডেস্ক:
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তার জনপ্রিয়তার গণ্ডি ছাড়িয়েছে দেশের বাইরেও। তবে জুলাই আগস্টের ঘটনায় খানিকটা নীরব ছিলেন। মায়ের অসুস্থতার কারণেই এই নীরবতা বলে অনেক আগেই জানিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এর মধ্যে পাশের দেশ ভারতের সংবাদমাধ্যমে খবর বেড়িয়েছে নিজ দেশেই নাকি অভিনেতাকে ‘গৃহবন্দি’ করা হয়েছে। গতকাল বুধবার (১১ ডিসেম্বর) কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিনের ‘এক্সক্লুসিভ’ প্রতিবেদনে এমন তথ্য দাবি করা হয়। এরপর হিন্দুস্তান টাইমস, নিউজ ১৮-সহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে চঞ্চলের ‘গৃহবন্দি’র খবর প্রচার করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ১৭ দিন আগে ঢাকা থেকে নিউ ইয়র্ক যাচ্ছিলেন চঞ্চল।
দুবাই হয়ে নিউ ইয়র্ক যাওয়ার কথা ছিল তার। কিন্তু বিমান ছাড়ার কিছুক্ষণ আগে কয়েকজন বিএনপি নেতা ও সেনা সদস্যরা বিমানে উঠে চঞ্চলের কাছে জানতে চান—তিনিও কি দেশ ছেড়ে পালাচ্ছেন?
জবাবে অভিনেতা বলেন, কাজের জন্যই নিউ ইয়র্ক যাচ্ছেন তিনি। এর পরই নাকি অভিনেতাকে বিমান থেকে নামিয়ে গৃহবন্দি করা হয়। বর্তমানে নিজের বাড়িতেই রয়েছেন চঞ্চল।
ভারতীয় গণমাধ্যমগুলোর এসব ‘মনগড়া’ প্রতিবেদনে কোনো বিশ্বস্ত সূত্র কিংবা চঞ্চলের বক্তব্য তুলে ধরেনি। এমনকি অভিনেতার ঘনিষ্ঠ কারো বক্তব্যেও উল্লেখ নেই সংবাদে।
এদিকে বিষয়টি নিয়ে চঞ্চল বলেন, ‘এমন কোনো ঘটনাই ঘটেনি আমার সঙ্গে। এই খবরের কোনো সত্যতা নেই। পুরোপুরি মিথ্যা।
এমনকি গত কয়েক মাস যাবৎ কোনো সাংবাদিকের সঙ্গেই আমার কথা হয়নি। কিভাবে এ ধরনের সংবাদ প্রকাশ করা হলো, তা আমার জানা নেই।’
আরও পড়ুন
দীর্ঘদিন পর ফেরা তারকারা
ভিন্ন পরিচয়ে রিচি
বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় যা বললেন শান