অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ফাইজারের ২৫ লাখ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছেছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টায় এগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে জার্মানির মিউনিখ হয়ে মালদ্বীপের উড়োজাহাজে ফাইজারের ২৫ লাখ ডোজ করোনা টিকা দেশে পৌঁছেছে।
টিকাগুলো গ্রহণ করতে বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন বলেও বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়।
আরও পড়ুন
কোতোয়ালি থানার সাবেক ওসিকে বিএনপি কর্মীদের হেনস্তা, থানা ঘেরাও করে স্লোগান
ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘সিটের জন্য কেন এভাবে রাস্তায় অনশনে বসতে হবে’
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি