February 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 12th, 2024, 7:57 pm

হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ওয়ানডে সিরিজ থেকে ইতোমধ্যেই ছিটকে গেছে বাংলাদেশ। তাই সেন্ট কিটসে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তৃতীয় এবং শেষ ম্যাচটি টাইগারদের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। অন্যদিকে, ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করা ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা।

এরকম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে তিনটি পরিবর্তন। শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও নাহিদ রানার জায়গায় সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ, হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজও নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে। দলে ফিরেছেন পেসার আলজারি জোসেফ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি অনিক (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কিসি কার্টি, শাই হোপ (উইকেটরক্ষক ও অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ, গুড়াকেশ মোতি এবং জেইডেন সিলস।

শেষ ম্যাচটি জিতে হোয়াইটওয়াশ এড়ানো এবং সম্মান রক্ষা করাই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য।