December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 12th, 2024, 8:35 pm

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মতবিনিময়ে ডাঃ শফিক

এস এ শফি, সিলেট প্রতিনিধি :
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্টাতা চেয়ারম্যান ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কেবল মানব সেবার উদ্যেশ্য নিয়েই সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। আমরা কেবল টাকা রুজির জন্য এই হাসপাতাল গড়ে তুলিনি রোগিদের সেবার জন্য ভাল ডাক্তার এবং শিক্ষার মান টিক রাখার জন্য মেডিকেল কলেজের শুরু থেকেই আমরা ভাল শিক্ষক নিয়োগ দিয়েছি। আমরা আশারাখি সিলেটের নারী শিক্ষার প্রসারে এই মেডিকেল কলেজ  অগ্রনী ভুমি পালন করবে।
তিনি বৃহস্পতিবার  দুপুরে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারিদের সাথে মতবিনিময়কালে এই কথাগুলো বলেন ।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে এবং সহযোগি অধ্যাপক ডা: হোসাইন আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন হলি সিলেট  হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ ফজলুর রহিম কায়সার।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হলি সিলেট  হোল্ডিং লিমিটেডের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ  আব্দুল মতিন , ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ডাঃ  ওয়েস আহমেদ চৌধুরী, হাসাপাতালের পরিচালক ডাঃ ব্রিগেডিয়ার জেনারেল (অব:) জি এম মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হলি সিলেট  হোল্ডিং লিমিটেডের পরিচালক নুরুল ইসলাম খাঁন, অধ্যাপক ডা: রুবিনা সুলতানা।