ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতাঃ মোঃ নুরুল ইসলাম খোকন:
ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের হাওলাদার বাজার এলাকায় পাইক ব্রীক ফিল্ড এর মালিক বাবুল পাইককে সরকারী নির্দেশ লংঘন করে কার্যক্রম সম্পাদনের দায়ে ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল মালেক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ ও সংশোধীন ২০১৯ অনুযায়ী দুই লক্ষ টাকা জরিমানা করেন। শুক্রবার ১৩ ডিসেম্বর সকাল ১২ টায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল মালেক।

এ সময় অবৈধভাবে পরিচালিত ইট ভাটায় ও সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে স্থানীয়দের সতর্ক করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট। তিনি বলেন সরকারী বিধি অমান্য করে পরিবেশ ধংসকারী ইট ভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। অভিযান চলাকালীন সময় পুলিশ ও আনছার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান।

আরও পড়ুন
শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে খুলনায় আমরণ অনশন ও অবস্থান কর্মসূচি
ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল
চৌদ্দগ্রামে মহাসড়কের আমানগন্ডায় দুই লরির সংঘর্ষে চালক-হেলপার নিহত