সিলেট অফিস: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো: মোস্তফা ইকবাল নিজপাট ইউনিয়ন পরিদর্শন করেছেন।
শনিবার সকালে জৈন্তাপুর উপজেলার নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নে টিসিবি’র নিম্ন আয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী উপকারভোগী পরিবারের তথ্য সরজমিনে যাচাইকরণ এবং উপজেলা প্রশাসন ও স্থানীয় টিসিবি’র ডিলারদের সাথে তিনি মতবিনিময় সভায় মিলিত হন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার উম্মে সালিক রুমাইয়া, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, নিজপাট ইউনিয়ন পরিষদের সচিব কামরুল ইসলাম, গোবিন্দ দাস জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ সচিব মো: মুজিবুর রহমান, চারিকাটা ইউনিয়ন পরিষদের সচিব সুমন হরি প্রিয়া দাস। এছাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্যা কাজলী রানী বিশ্বাস, রেহেনা বেগম, সাধারণ সদস্য সেলিম আহমদ, আখলাকুল আম্বিয়া, সাইফুল ইসলাম, শফিকুল হক সহ স্থানীয় উপকারভোগী পরিবারের সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
প্রকৃতি ও প্রাণিজগতের সঙ্গে একদিন
পরীমনি, খবর প্রকাশ করায় দুষেছেন গণমাধ্যমকে
ফের চেন্নাইয়ের নেতৃত্বে ধোনি!