ইমরান, খুলনা:
আজ রবিবার সকাল ১১:৪৫ এর সময় খুলনা ০৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদীকে সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ০৩ দিঘলিয়া খুলনা ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফুলতলা থানা মামলায় হাজির করা হয়। হাজিরা শেষে দুপুর ১২:০০ টায় আসামিকে খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।

সালাম মুর্শিদিকে দিঘোলিয়া ৩ টি ও ফুলতলার ১ টি মামলায় কোটে তোলা হয়।

এ সময় আদালত প্রাঙ্গনে উৎসুক জনতা সাবেক সংসদ সদস্য সালাম মুর্শিদিকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া এবং চোর চোর স্লোগান দেয়।

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো