নিজস্ব প্রতিবেদক:
অভিনয়ে থাকলেও ঠিক আগের সেই ব্যস্ততা নেই রিচির। এই অভিনয়শিল্পী আগের মতো অভিনয়ে ব্যস্ত হতেও চান না। তাই তো খুব ভেবেচিন্তে এখন নতুন কাজে যুক্ত হন। বেশির ভাগ সময় তাঁর ব্যস্ততা সংসার ও সন্তান নিয়ে। এর মধ্যে জানা গেল, ভিন্ন এক পরিচয়ে সবার সামনে এলেন তিনি। সেই পরিচয় প্রতিষ্ঠিত করতে সেখানেই বেশি সময় দিতে চান রিচি। জানালেন, সময় যদি না দেন, তাহলে উদ্যোক্তা হতে পারবেন না।
ঢাকার উত্তরায় রিচি সোলায়মান চালু করেছেন একটি বিউটি স্যালুন। উত্তরার রবীন্দ্র সরণিতে ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নামের প্রতিষ্ঠানের পরিকল্পনা ছিল তাঁর অনেক দিনের। এখানেই এখন সময় বেশি দেবেন বলে জানালেন এই অভিনয়শিল্পী ও মডেল। এমন একটি প্রতিষ্ঠান চালু করতে পেরে ভালো লাগছে বলেও জানালেন রিচি।
রিচি সোলায়মান ছবি : ফেসবুক
রিচি বললেন, ‘ভালো তো লাগছেই। এই ভালো লাগা কথা বা ভাষায় প্রকাশ করতে পারব না। কারণ, আমার জীবনে আমি যখনই যে কাজটা করেছি, তা ভালোবেসেই করেছি। খুবই নিবেদিত থেকে করেছি। যখন আমি অভিনয় করেছি; আন্তরিক ও নিবেদিত থেকেই করেছি। যখন আমি মা হয়েছি, তখন বাচ্চাদের লালন–পালন ছাড়া বাকি সবকিছুই বন্ধ করে দিয়েছি। কারণ, তখন আমি খুব ভালো একজন মা হতে চেয়েছি। এখন যেহেতু অভিনয় কম করছি, ভাবলাম নতুন কিছু করি, যেটাতে আমি ব্যস্ত থাকব। একই সঙ্গে যা কিছুটা আমার কাজের সঙ্গে সম্পর্কিতও। সে জায়গা থেকে মনে হলো, আমি যদি বিউটি স্যালুনজাতীয় কিছু একটা করি, সেখানে আমি উদ্যোক্তা তো হবই, সামাজিকভাবে সমাজে কিছুটা হলেও অবদান রাখতে পারব।’
তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে এই প্রতিষ্ঠানে ১০ থেকে ২০ জন নারী কাজ করবেন। এই নারীরা তাঁদের পরিবারকে সাপোর্ট করবেন। এটা যত বড় হবে, ততই সবারই সুবিধা হবে। আরও বেশি কর্মসংস্থান হবে। তত বেশি পরিবারও এই প্রতিষ্ঠান দ্বারা উপকৃত হবে।’
স্বামী রাশেক মালিকের সঙ্গে রিচি সোলায়মান। ছবি: সংগৃহীত
কথায় কথায় রিচি জানালেন, অভিনয়টা যেহেতু এখন একেবারে কমিয়ে দিয়েছেন, তাই সময়টা এখানেই বেশি দিতে চান। যুক্তি হিসেবে বললেন, ‘আমার নাম যেহেতু চলে আসছে, সময় না দিলে চলবে কী করে। এখন আমি যদি অভিনয়ে সময় না দিই, তাহলে তো ভালো অভিনয় করতে পারব না। আমি যদি বাচ্চাদের সময় না দিই, ভালো মা হতে পারব না। ঠিক সেভাবে, আমি যদি এই স্যালুনে সময় না দিই, তাহলে ভালো উদ্যোক্তা হতে পারব না।’
আরও পড়ুন
বিমান বিধ্বস্তের ঘটনায় এআই ছবি দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিউমার স্ক্যানার
স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা: হাসনাত আবদুল্লাহ
অন্তর্বর্তী সরকারে অনভিজ্ঞ লোক বেশি, কারও ইগো সমস্যা: মির্জা ফখরুল