মানুষের মস্তিষ্কের কাজ করার গতি পরিমাপের দাবি করেছেন বিজ্ঞানীরা: রয়টার্স
অনলাইন ডেস্ক:
এত দিন যা ভাবা হতো মানুষের মস্তিষ্ক আসলে ততটা গতিশীল নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানীরা। সম্প্রতি এক গবেষণা চালিয়ে প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কের কাজ করার গতি পরিমাপের দাবিও করেছেন তাঁরা। সেই গবেষণায় দেখা গেছে, আগে যতটা মনে করা হতো মানুষের মস্তিষ্ক আসলে ততটা গতিশীল নয়। মানুষের চোখ, কান, ত্বক ও নাকসহ বিভিন্ন ইন্দ্রিয় নিয়মিত তথ্য সংগ্রহ করে। বিভিন্ন ইন্দ্রিয়ের তথ্য পাওয়ার পর মানুষের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে মাত্র ১০ বিট গতিতে তথ্য প্রক্রিয়া করে থাকে।
এক বিট হচ্ছে তথ্যের মৌলিক একক। একটি সাধারণ ওয়াই-ফাই সংযোগে প্রতি সেকেন্ডে প্রায় ৫০ মিলিয়ন বিট প্রক্রিয়াকরণ করা হয়। বিজ্ঞানীদের তথ্যমতে, পড়া, লেখা, ভিডিও গেম খেলা ও রুবিকস কিউব সমাধান করার সময় মানুষের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে ১০ বিট গতিতে চিন্তা করতে পারে। এই গতি অত্যন্ত ধীর। নিউরন সাময়িকীতে এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে।
নতুন গবেষণার বিষয়ে নিউরোবায়োলজিস্ট মার্কাস মেইস্টার বলেন, ‘এটি একটি অত্যন্ত কম সংখ্যা। প্রতি মুহূর্তে আমরা ট্রিলিয়ন থেকে মাত্র ১০ বিট তথ্য বের করছি, যা আমাদের ইন্দ্রিয় গ্রহণ করে। সেই ১০ বিট ব্যবহার করে আমাদের চারপাশের বিশ্বকে আমরা উপলব্ধি করছি। নানা ধরনের সিদ্ধান্ত নিচ্ছি। এই গতি নতুন এক প্রশ্ন তৈরি করছে। মস্তিষ্ক কী করে এই সমস্ত তথ্য ফিল্টার করে?’
মানুষের মস্তিষ্ক কেন ধীরগতিতে কাজ করে, তা বিজ্ঞানীদের কাছে এখনো স্পষ্ট নয়। তাঁদের দাবি, মানুষের মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণ কার্যক্রম প্রয়োজনের জন্য হয়তো ধীরে কাজ করে বা এর চেয়ে বেশি গতির কাজ করার ক্ষমতা নেই।
সূত্র: এনডিটিভি
আরও পড়ুন
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে
শীতে শিশুদের সুস্থ রাখবে যেসব খাবার
দীর্ঘদিন পর ফেরা তারকারা