December 31, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 28th, 2024, 8:58 pm

দুর্নীতির ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রংপুরে রিজভী

রংপুর ব্যুরো: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অর্থ পাচার এবং বলেছেন দুর্নীতির ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে । সচিবলায়ের আগুন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এ আগুন গভীর ষড়যন্ত্রের অংশ।

গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রংপুরের মিঠাপুকুরের উপজেলার বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের বাড়িতে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন আজকের এই হৃদয় বিদারক ঘটনায় ফায়ার ফাইটার নয়ন দেশের জন্য জীবন  উৎসর্গ করে দিয়েছেন।এটি কোন স্বাভাবিক মৃত্যু না তার মৃত্যুর মর্যাদা শহীদের মর্যাদা। সচিবালয়ের অনেক গুরুত্বপূর্ণ ফাইল এবং আসবাবপত্র পুরে ছাই হয়েছে। এই ঘটনা আমরা বিচ্ছিন্ন বলো মনে করছি না, নিঃ সন্দেহে এটি চক্রান্তের একটি অংশ। আমরা মনে করি চলমান স্বাধীনতা সার্ভমৌত্ত রক্ষা এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার যে সংগ্রাম তার অন্যতম শহীদ সোহানুর রহমান নয়ন। দেশে পরাজিত স্বৈরাচারের অনেক দোসররা  আমলাতন্ত্রে বলেন কিংবা পুলিশে বলেন ঘাপটি মেরে তারা অনেক গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন। কোথায় কন নাশকতা কোথায় কোন চক্রান্ত করছেন তার কোন ঠিক নেই। এইসব ঠেকাতে গিয়ে দেশের জন্য জীবন দিচ্ছেন এই নয়নের মত শহীদরা।
রিজভী বলেন, দেশে এখনও পরাজিত স্বৈরাচারের দোসররা আছে। তারা এখনও গুরুত্বপূর্ণ জায়গায় আছে। আমলাতন্ত্রে হোক, পুলিশে হোক, সবাই তো পরিবর্তন হয়নি। তারা গুরুত্বপূর্ণ জায়গা ঘাপটি মেরে আছে। দেশকে শান্তি, স্থিতিশীল রাখতে জীবন দিচ্ছেন নয়নের মতো ছেলেরা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে জয়ের ৩০০ বিলিয়ন ডলার পাচারের তথ্য পাওয়া গেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাই বের করেছে। সরকার পালিয়ে গেলেও বিশেষ করে আমলাতন্ত্র এখনও ফ্যাসিবাদের তোষামোদি করছে। পতিত শেখ হাসিনার একজন প্রধান আমলা মুখ্যসচিব প্রচুর টাকা পাচার করেছেন। তার সেই অর্থ পাচারের ফাইলগুলো ছিল সেখানে। পুড়ে যাওয়া ফাইল গুলোর মধ্যে অনেক গুরৃত্বপূর্ণ নথি পুড়ে গেছে।

বিএনপির এই নেতা বলেন, অন্তবরর্তীকালীন সরকার আন্দোলনের ফসল। নয়নের ব্যাপারে শুধুমাত্র একটা শোক বাণী ও শোকপ্রস্তাব দিয়ে হবে না। নয়নের পরিবারকে বাঁচাতে উপযুক্ত দায়িত্ব নেওয়ার আহবান জানাচ্ছি।
এসময় তিনি এক মাসের মধ্যে নয়নের পরিবারের একজনকে চাকরি দেওয়ার আল্টিমেটাম দেন। এরপরও যদি চাকরি না হয়, তাহলে বিএনপি ক্ষমতায় এলে এই পরিবারের একজনের চাকরির ব্যবস্থা করা হবে।বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার সার্ভিসে কর্মরত নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসেছেন বলে জানান রুহুল কবির রিজভী।

পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে নিহত ফায়ার ফাইটার নয়নের রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেন বিএনপির নেতৃবৃন্দ। তিনি  নিহত নয়নের পরিবারের  হাতে দুই  লাখ টাকা  অর্থ সহায়তা দেন। এছাড়াও মিঠাপুকুর উপজেলা বিএনপির  সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার বিএনপির  পক্ষ থেকে  পঞ্চাশ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন। এসময় নিহত নয়নের বাবা আক্তারুজ্জামান ও মা  নারগিস বেগম সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মিঠাপুকুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার প্রমূখ ।

২৫ ডিসেম্বর দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনায় জরুরি প্রয়োজনে আগুন নেভাতে যান নয়ন। সেখানে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় প্রাণ প্রদীপ নিভে যায় তার।