রংপুর ব্যুরো :রংপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর ও জেলা শাখার কমিটি গঠন উপলক্ষে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে নগরীর টাউন হল মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, শ্রমিকদের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে বাতিল শক্তি ব্যবহার করছে। শ্রমিকদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে তাদেরকে সবসময় ব্যবহার করে যাচ্ছে। সুতরাং এই সমস্ত শ্রমিক ভাইদের কে শ্রমিক কল্যাণ ফেডারেশনে যোগ দিয়ে ইসলামের ছায়াতলে আসার আহ্বান জানান তিনি। সময় প্রধান বক্তার বক্তব্যে ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ; আপনি টুপ করে নয়, প্রকাশ্যে আসেন, আপনাকে রিসিভ করে, হাতে হ্যান্ডকাফ পরিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে।তারপর জাতি দেখবে আপনি কিভাবে মানুষ খুন করেছিলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেডারেশনের রংপুর মহানগরীর প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল, ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আলমগীর হোসাইন, কেন্দ্রী কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মনিরুজ্জামান জুয়েল প্রমুখ।
মাহফুজুল হক সেলিমের সঞ্চালনায় ও সম্মেলনের সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখার সভাপতি শরিফুল ইসলাম।
২০২৫-২৬ সেশনের জন্য সম্মেলনে অ্যাডভোকেট কাওসার আলীকে সভাপতি এবং শাহানত মিয়াকে সাধারণ সম্পাদক করে রংপুর মহানগর শাখার ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।বিকেলে একই স্থানে জেলা শাখার কমিটি গঠন উপলক্ষে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
আরও পড়ুন
বিপিএলে হার দিয়ে শুরু শাকিব খানের
ফিরে দেখা ২০২৪, হলিউডের যে ১০ সিনেমা গড়েছে আয়ের রেকর্ড
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা রিমান্ডে