January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 29th, 2024, 8:55 pm

গুচ্ছ ভর্তিতে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়, বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত

শিগগির গুচ্ছ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হবে/ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আলোচিত গুচ্ছ পদ্ধতি বহাল থাকবে কি না, তা নিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন তিনজন উপাচার্য।

রোববার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত বৈঠকে উপাচার্যদের দ্রুত সিদ্ধান্ত নিয়ে গুচ্ছ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশসহ ভর্তি কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা। ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকছে বলে উপদেষ্টাকে জানিয়ে এসেছেন উপাচার্যরা।

শিক্ষা উপদেষ্টার নির্দেশনায় আগামী বুধবার (১ জানুয়ারি) ভর্তি কমিটির বৈঠক থেকে গুচ্ছ ভর্তির তারিখ, বিজ্ঞপ্তি প্রকাশসহ আনুষঙ্গিক সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

বৈঠকে অংশ নেওয়া মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, যে কয়টি বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকতে চাচ্ছে, তাদের নিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরুর পরামর্শ দিয়েছেন উপাচার্য।

শিক্ষার্থীদের দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়ে অধ্যাপক ড. আনোয়ারুল আজীম বলেন, ‘আমরা দ্রুত সময়ের মধ্যে সভা করে গুচ্ছ ভর্তি পরীক্ষার পরবর্তী কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেবো। আশা করছি, ২০২৫ সালের প্রথম দিনই (১ জানুয়রি) আমরা সভা করে আবেদন ফি, ভর্তি পরীক্ষার তারিখসহ যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো।’

গুচ্ছ ভর্তিতে কতগুলো বিশ্ববিদ্যালয় থাকছে এমন প্রশ্নের জবাবে মাভিপ্রবি উপাচার্য বলেন, ‘চারটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গেছে। তাদের বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। বাকি ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকার পক্ষে। আশা করছি, এ ২০টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’