September 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 31st, 2024, 7:18 pm

পুলিশকে হারিয়ে জয়ে ফিরল কিংস

তপু বর্মণের গোলে এগিয়ে গিয়েছিল বসুন্ধরা কিংস। সতীর্থদের সঙ্গে তাঁর উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক:

ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে জয় দিয়ে ফেডারেশন কাপ শুরু করেছিল বসুন্ধরা কিংস। মাঝখানে ফর্টিস এফসির কাছে হেরেছে। আজ কিংস অ্যারেনায় নিজেদের গ্রুপের তৃতীয় ম্যাচে আবারও জয়ে ফিরল বর্তমান চ্যাম্পিয়নরা। বাংলাদেশ পুলিশ এফসিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩–২ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস।

ম্যাচের ষষ্ঠ মিনিটে তপু বর্মণের গোলে এগিয়ে গেলেও অষ্টম মিনিটেই পুলিশ সমতা ফেরায় আল আমিনের গোলে। ১১ মিনিটে আবার ব্রাজিলিয়ান মিগুয়েল ফেরেইরার গোলে এগিয়ে যায় কিংস। প্রথমার্ধের খেলা ২–১ ব্যবধানে এগিয়ে শেষ করে দলটি।

এরপর দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে স্কোরলাইন ৩–১ করেন কিংসের আরেক ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ। ৫৪ মিনিটে পুলিশের আল আমিন নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান ৩–২ করে খেলা জমিয়ে তুলেছিলেন। তবে পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠা ম্যাচে কিংসকে চোখ রাঙালেও শেষ পর্যন্ত দারুণ কিছু করতে পারেনি পুলিশ।

কিংস ও পুলিশের মাঝে ম্যাচের একটি মুহূর্তকিংস ও পুলিশের মাঝে ম্যাচের একটি মুহূর্ত :বাফুফে

এ ম্যাচে পুলিশ হারলেও চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা দলটির স্ট্রাইকার আল আমিনের ২টি গোলই নজর কেড়েছে। প্রিমিয়ার লিগে ৬ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা আল আমিনের দ্বিতীয় গোলটি ছিল অসাধারণ। সৈয়দ কাজেমের ডিফেন্সচেরা থ্রু ধরে কিংসের গোলকিপার মেহেদী হাসানকে কাটাতে গিয়ে বাঁ পাশে সরে গেলেও বেশ কঠিন অ্যাঙ্গেল থেকে বল জালে পাঠান আল আমিন। অষ্টম মিনিটে ঈসা ফয়সালের ক্রস থেকে আল আমিনের প্রথম গোলটি ছিল সুযোগের সন্ধানে থাকার ফল। তার আগে মিগুয়েল ফেরেইরার কর্নার থেকে মার্কার অনীক হোসেনকে বোকা বানিয়ে কিংসকে ১–০ গোলে এগিয়ে দেন তপু।

ফেডারেশন কাপে এটি তপুর দ্বিতীয় গোল। প্রথম ম্যাচে তাঁর গোলেই ব্রাদার্সকে হারিয়েছিল কিংস। মিগুয়েলের গোলটি এসেছে মজিবর রহমানের তৈরি করা দারুণ এক আক্রমণ থেকে। সেই মিগুয়েলেরই শর্ট কর্নার ধরে ফয়সাল আহমেদ ব্যাক হিল করে আবারও মিগুয়েলকে দিলে তাঁর ক্রস থেকে কিংসের শেষ গোলটি করেন ফার্নান্দেজ।

পাঁচ গোলের ম্যাচটি রোমাঞ্চ ছড়িয়েছে কিংস অ্যারেনায়পাঁচ গোলের ম্যাচটি রোমাঞ্চ ছড়িয়েছে কিংস অ্যারেনায় :বাফুফে

কুমিল্লার ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দিনের অন্য খেলায় বড় জয় পেয়েছে ফর্টিস এফসি। ঢাকা ওয়ান্ডারার্সকে তারা হারিয়েছে ৩–০ গোলে। জোড়া গোল করেন জয় কুমার। তিনি ম্যাচের প্রথমার্ধে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে প্রথম গোলটি করেন। ৭৫ মিনিটে তাঁর গোলেই ফর্টিস এগিয়ে যায় ২–০ গোলে। ৮৯তম মিনিটে পিয়াস আহমেদ নোভা বড় জয় নিশ্চিত করেন ফর্টিসের।