রংপুর ব্যুরো: বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে (৩১ ডিসেম্বর )নগরীর আল হেরা ইন্সটিটিউট- এর মাঠে শতাধিক মানুষের মাঝে ১৯, ২৩, ২৪ ও ২৫ নং ওয়ার্ড শাখায় কম্বল বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
এসময় বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, মহানগর প্রচার-মিডিয়া বিষয়ক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি এডভোকেট কাওসার আলী প্রমুখ।
২৩ নং ওয়ার্ড সভাপতি আব্দুল মজিদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া।
আরও পড়ুন
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল বাংলাদেশ
৩ মিনিটেই যমুনা রেলসেতু পার হলো ট্রেন
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত