অনলাইন ডেস্ক:
সুপার স্টার গ্রুপের (এসএসজি) কর্মীদের জন্য চালু করতে যাচ্ছে ‘ক্যান্সার ট্রিটমেন্ট সাপোর্ট পলিসি’। যা কর্পোরেট পরিমণ্ডলে একটি অসাধারণ ও অনন্য উদ্যোগ।
বুধবার (০১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় তেজগাঁও এসএসজি সেন্টারে ক্যান্সার ট্রিটমেন্ট সাপোর্ট পলিসির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর মো. হারুন অর রশিদ, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. তোফায়েল আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ সাদী আবদুল মজিদ, সি এফ ও মোহাম্মদ আমিনুল ইসলাম , হিউম্যান রিসোর্স ডিরেক্টর খন্দোকার গোলাম আজমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কোম্পানির সিএসআর কার্যক্রম আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের একটি প্রকল্প এই ভিন্নধর্মী পদক্ষেপটি পরিচালিত হবে মোহাম্মদ ইব্রাহিম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের অধীনে। এই উদ্যোগ কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা এবং সহমর্মী কর্মপরিবেশ সৃষ্টির প্রতি কোম্পানির দায়বদ্ধতার প্রতিফলন। এর মাধ্যমে সুপারস্টার গ্রুপ ক্যান্সার আক্রান্ত কর্মীদের পাশে সার্বিক সহায়তা নিয়ে দাঁড়াবে এবং নিশ্চিত করবে আক্রান্ত ব্যক্তির জন্য যথোপযুক্ত কর্ম পরিবেশ।
অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর মো. হারুন অর রশিদ এসএসজির সামগ্রিক সিএসআর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। হিউম্যান রিসোর্স ডিরেক্টর খন্দোকার গোলাম আজম ‘মোহাম্মদ ইব্রাহিম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন’ এবং এর উদ্যোগের ওপর বিশদ বর্ণনা করেন।
আরও পড়ুন
আগামীকাল লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছেন ইলন মাস্ক
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই