রংপুর ব্যুরো: রংপুর মেট্রেপিলিটন পুলিশের (আরপিএমপি)জানুয়ারী ২০২৫ খ্রি: মাসের মাস্টার প্যারেডের আয়োজন করা হয়। রবিবার সকালে আরপ্এিমপি পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী বিপিএম পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সের অংশগ্রহণে অনুষ্ঠিত প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
পুলিশ কমিশনার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেনএ সময় সকল পুলিশ সদস্যদের আইন ও বিধি মোতাবেক পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশনা দেন এবং গত ৫ আগস্ট ২০২৪ এর গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানান।আরপিএমপি কমিশনার পুলিশের বিভিন্ন শাখা যেমন-যানবাহন শাখা, রেশন স্টোর, ফোর্স ব্যারাক, মেস, অস্ত্রাগার, এমআই সেন্টার, সি-স্টোর, ডি-স্টোর, রিজার্ভ অফিস সহ পুলিশ লাইন্স সংশ্লিষ্ট সকল অফিস পরিদর্শন, কার্যক্রম তদারকি এবং দিকনির্দেশনা প্রদান করেন।পরিদর্শন শেষে পুলিশ কমিশনার উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে সকল বিষয় সংক্রান্তে বক্তব্য প্রদান করেন।
আরও পড়ুন
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শীতের রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন