নিউজ ডেস্ক:
পূর্বঘোষণা অনুযায়ী শনিবার ২০২৫ শিক্ষাবর্ষের বই বিতরণ উৎসব অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. কোরবান আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, মেইন ক্যাম্পাসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর খলিলুর রহমান আল মাদানী এবং তা’মীরুল মিল্লাত ট্রাস্টের মোতাওয়াল্লী মাওলানা সাব্বির আহমেদ।
প্রফেসর ড. কোরবান আলী বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নতুন বই গ্রহণের আনন্দ ছড়িয়ে দিয়েছে এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ আরও বৃদ্ধি করেছে। আমরা আশা করি, নতুন বছরের এই পাঠ্যপুস্তক তাদের শিক্ষার পথচলাকে আরো সফল করবে।
তামিরুল মিল্লাত কামিল মাদরাসা পরিবারের পক্ষ থেকে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ড. কোরবান আলী।
ডক্টর খলিলুর রহমান আল মাদানী অনুষ্ঠানে দিকনির্দেশনা ও মূল্যবান বক্তব্য দিয়ে শিক্ষার গুরুত্ব তুলে ধরে সকলকে অনুপ্রেরণা দিয়েছেন।

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক