রাজধানীর পুরানা পল্টনে চারতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, আজ সকাল সোয়া ৯টার দিকে পুরানা পল্টনের মানিকগঞ্জ হাউস নামের চারতলা ভবনের দোতলায় আগুন লাগে। ভবনে একটি ল চেম্বার আছে, সেখানেই আগুন লাগে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম আজ সকালে প্রথম আলোকে বলেন, সকাল ৯টা ১৭ মিনিটে তাঁরা আগুন লাগার কথা জানতে পারেন। সাত মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা চলে যান।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, আগুন নেভাতে ৬টি ইউনিট কাজ করে। সকাল সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণ সম্পর্কে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আরও পড়ুন
সরকারের সংস্কার এজেন্ডা সমর্থন করছে ইআইবি
এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩