প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৫ জানুয়ারির মধ্যে ছয়টি সংস্কার কমিশনের মধ্যে পাঁচটির প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেননি। সপ্তাহের সাতদিন দৈনিক ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করেও তারা কাজ শেষ করতে না পেরে অতিরিক্ত সময় নিয়েছিলেন।
প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার আশা করছে আগামী ১৫ জানুয়ারির মধ্যে ছয়টি সংস্কার কমিশনের মধ্যে পাঁচটি কমিশন তাদের সংস্কার প্রতিবেদন দাখিল করবে।
আরও পড়ুন
বিশেষ আদালতের এজলাস কক্ষ ভোর বেলায় আগুনে পুড়ে গেছে
সরকারের সংস্কার এজেন্ডা সমর্থন করছে ইআইবি
তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া: ফারুক