কোম্পানীগঞ্জ( নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে শ্বশুর বাড়ীতে চতুর দিকে ছড়ায় পচা-দুর্গন্ধ। দুর্গন্ধ উৎস খুঁজতে গিয়ে বসতঘরে পাওয়া যায় জামাইয়ের ঝুলন্ত লাশ। তবে পুলিশ তাৎক্ষণিক এই ঘটনার কোনো কারণ জানাতে পারেনি।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুন্সি স্বর্ণকার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মহিন উদ্দিন (৩৫) চট্রগ্রামের খুলশী থানার পূর্ব ফিরোজ শাহ কলনীর আবদুল মমিনের ছেলে। সে পেশায় একজন গাড়ী চালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহিন উদ্দিন প্রেম করে কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সুমি আক্তারকে (২০) বিয়ে করে। তাদের ঘরে ২ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। পারিবারিক কলহের জের ধরে গত ৩/৪ মাস আগে সুমি তার স্বামীকে ডিভোর্স দেয় বলে জানা যায়। কিন্তু স্বামী স্ত্রীকে ডিভোর্স দিতে অস্বীকৃতি জানান। ধারণা করা হচ্ছে, গত ২/৩ দিন আগে মহিন উদ্দিন অগোচরে শ্বশুর বাড়িতে এসে তাদের পাশে পরিত্যক্ত একটি ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মঙ্গলবার বাড়ীর লোকজন পাশে চলাফেরা করতে দুর্গন্ধ পায়। দুর্গন্ধের সন্ধান বের করতে এসে জামাই মহি উদ্দীন ঝুলন্ত লাশ দেখতে পায়।পরে তারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন, ওই ঘরে গত ৩/৪ মাস ধরে শ্বশুরের পরিবারের কেউ থাকেন না। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। লাশে পচন ধরে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরও পড়ুন
রংপুর -৩ আসনে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগে বিএনপি নেতা সামু
কুলাউড়ায় চোরাই সিএনজি সহ যুবক আটক
রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পে সৌদি সহযোগিতা কামনা পরিবেশ উপদেষ্টার