January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 11th, 2025, 4:53 pm

ভারতের আমন্ত্রণে সাড়া দিলো না বাংলাদেশ

ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) ১৫০ বছর পূর্তির অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও ‘অত্যাবশ্যক’ না হওয়ায় তাতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

মাসখানেক আগে ভারতের আবহাওয়া অধিদপ্তরের ওই আমন্ত্রণ পাওয়ার কথা নিশ্চিত করেছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মমিনুল ইসলাম।

তিনি বলেন, ‘ভারতের আবহাওয়া অধিদপ্তর তাদের ১৫০ বছর পূর্তির আয়োজনে আমন্ত্রণ জানিয়েছে। তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক ও ধারাবাহিক সহযোগিতার সম্পর্ক রয়েছে। তবে অত্যাবশ্যক নয়, এমন বিদেশ সফর সরকারি খরচে না করার বিষয়ে বাধ্যবাধকতা থাকায় অনুষ্ঠানে যাওয়া হচ্ছে না।’

ভারতের আবহাওয়া দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকার কথা তুলে ধরে গত ২০ ডিসেম্বর একটি বৈঠকে যোগ দিতে ভারতে যাওয়ার কথাও বলেন এই আবহাওয়াবিদ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার দেশটির বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাতে বলেছে, এই আয়োজনে যোগ দিতে পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ পেয়েছে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশও।

আইএমডির এক শীর্ষ কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘আমরা চেয়েছি (১৫০ বছর আগে) আইএমডি যখন চালু হয়, সে সময় যেসব দেশ অখণ্ড ভারতের অংশ ছিল, তারা সবাই যেন এই উৎসবে যোগ দেয়। ইতোমধ্যে পাকিস্তান এই অনুষ্ঠানে যোগ দিতে সম্মত হয়েছে, কিন্তু বাংলাদেশের দিক থেকে সাড়া মেলেনি।’

ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির অধীনে ১৮৭৫ সালের ১৫ জানুয়ারি যাত্রা শুরু করে ভারতের আবহাওয়া বিভাগ। সে হিসাবে চলতি বছরের ১৫ জানুয়ারি সংস্থাটির ১৫০ বছর পূর্ণ হতে যাচ্ছে।

১৮৬৪ সালে সাইক্লোনে বিধ্বস্ত কলকাতা এবং পরবর্তী সময়ে ১৮৬৬ ও ১৮৭১ সালে বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টিপাত থেকে সৃষ্ট দুর্যোগের মোকাবিলায় এই সংস্থাটি চালু করা হয়।

প্রথমে এর সদর দপ্তর কলকাতায় হলেও ১৯০৫ সালে শিমলায়, ১৯২৮ সালে পুনে, এরপর ১৯৪৪ সালে দিল্লিতে নেয়া হয়।