January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 11th, 2025, 5:52 pm

রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত

রংপুর ব্যুরো: বাংলাদেশ এক্্র ক্যাডেটস এসোসিয়েশন (বেকা) রংপুর ইউনিট-এর আয়োজনে কারমাইকেল কলেজের লাইব্রেরির সামনের মঞ্চে দিনব্যাপী এক্স ক্যাডেটস্্ মিলনমেলা-২০২৫ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে  শুক্রবার  শীতার্থদের  শীতবস্ত্র বিতরণের মধ্যে দিয়ে মিলনমেলা শুরু করা হয় ।  সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি কলেজ ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বেকা রংপুরের সভাপতি এক্্র সিইউও মোঃ রকিবুস সুলতান মানিকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বেকা-এর জাতীয় নির্বাহী পরিষদের মূখপাত্র ও যুগ্ম মহাসচিব মোঃ মাহবুব আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান,উপাধ্যক্ষ অধ্যাপক ড. রেহেনা খাতুন, রংপুর সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ ইসমাইল হোসেন সরকার; বাবর সু এর ব্যবস্থ’াপনা পরিচালক ও বেকা রংপুরের উপদেষ্টা মোঃ সাকিল আহম্মেদ; বেকা রংপুরের উপদেষ্টা মেরিনা লাভলী প্রমূখ । এসময় নতুন কর্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। নতুন কার্যকরী কমিটিতে সভাপতি হন রংপুর বিভাগের সর্বপ্রথম ক্যাডেট আন্ডার অফিসার মোঃ রকিবুস সুলতান মানিক ও সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা। বিকেলে  স্মৃতিচারণ ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহ সভাপতি তানভির আশরাফি, প্রচার  সম্পাদক আব্দুর রহমান মিন্টু, গোলাম মোস্তফা রাঙ্গা , পিন্স প্রমূখ।

সবশেষে প্রাক্তন ক্যাডেট আন্ডার অফিসার মোঃ আসাদুজ্জামান বাতেনের সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পল্লবী সরকার। অন্যদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন বেকা রংপুরের সভাপতি মোঃ রকিবুস সুলতান মানিক; রংপুর বেগম রোকেয়া কলেজ প্রাক্তন ক্যাডেট সার্জেন্ট উপদেষ্টা মেরিনা লাভলী, এলাহি ফারুক সহ অনেকেই। কৌতুক অভিনয় করেন রংপুর কারমাইকেল কলেজ গোলাম মোস্তফা রাঙ্গা। রাতে রেফেল ড্রে অনুষ্ঠিত হয় ।