নিজস্ব প্রতিবেদক:
শনিবার বাংলা একাডেমির সৈয়দ ওয়ালিউল্লাহ মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ (বাফেসাপ) আয়োজিত আলোচনা সভা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র প্রথম চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ ও প্রধান আলোচক প্রধান উপদেষ্টার ব্যক্তিগত আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এর কাছ থেকে মানবকল্যাণ ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বাফেসাপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৫ গ্রহণ করছেন ম্যারিজ সলিউশন বিডি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাখাওয়াত হোসেন শুভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড.হামিদা খানম,বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাফেসাপ চেয়ারম্যান ও আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজ এর প্রভাতী শাখার ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স।
আরও পড়ুন
ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ দুই নেতার মধ্যে প্রথম বৈঠক করবেন
পাঁচটি বিনিয়োগ সংস্থাগুলোকে এক অফিসের অধীনে আনতে নির্দেশ প্রধান উপদেষ্টার
রান্নায় দুর্ঘটনারোধে ১৭ সেফটি স্ট্যান্ডার্ড প্রণয়ন করতে যাচ্ছে বিএসটিআই