মেহেদী মামুন (জাবি প্রতিনিধি ):
প্রায় দীর্ঘ দেড় বছর পর আগামী ২১ অক্টোবর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল খোলার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পর্ষদ। বিষয়টি নিশ্চিত করে একাডেমিক কাউন্সিলের সদস্য এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আজকের একাডেমিক কাউন্সিলের (শিক্ষা পর্ষদ) সভায় দূর্গা-পূজার ছুটি শেষে আগামী ২১ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে। আগামী ২ অক্টোবর অনুষ্ঠিতব্য সিন্ডিকেট আলোচনা সভায় এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টা থেকে আলোচনা সভা শুরু হয়ে মাঝরাত পর্যন্ত আলোচনা সভায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষক। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে গত বছরের ২০ মার্চ আবাসিক হলগুলো খালি করে দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনলাইন ক্লাসের পাশাপাশি অনলাইনে বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষাগুলো সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয়টি।
এর আগে ২২ সেপ্টেম্বরের মধ্যে হল খোলার তারিখ ঘোষণা ও ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন
ডামি নির্বাচন, ভোট দিল ‘মৃত’ ব্যক্তি-শিশু
ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘সিটের জন্য কেন এভাবে রাস্তায় অনশনে বসতে হবে’
আবু সাঈদ হত্যা : রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীকে শাস্তি