January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 20th, 2025, 1:34 pm

গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১২ শ্রমিক

অনলাইন ডেক্স:

গাজীপুরের শ্রীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত ১২ জন আহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় এইচডিএফ অ্যাপারেলস্ লিমিটেড নামে কারখানার স্যাম্পল রুমে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, কারখানার শ্রমিক সুজন, রইছ উদ্দিন, শুক্কুর, সোনিয়া, লিমা, ইকবাল, ইয়াছিন আলী ও শাহ্জাহান। তাদের মধ্যে সুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইয়াছিন আলী নামে একজনকে স্বজনরা উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে নিয়েছেন।
কারখানার ইলেকট্রিক ইনচার্জ সোহেল রানা বলেন, স্যাম্পল রুমে স্থাপন করা বয়লারের চালকরা সকাল ৮টার দিকে এসে সুইচ অন করেন। এসময় সেটি পানি নিচ্ছে কি না তারা খেয়াল করেননি। পানি না পাওয়ায় বয়লার হিট হয়ে স্ট্রিম আউটলাইন ছেড়ে গেলে বিস্ফোরণ হয়।

আল-হেরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আলিম বিশ্বাস বলেন, আমরা ছয়জন রোগী পেয়েছি। কারো কোনো বড় ধরনের ইনজুরি নেই। তবে ইয়াছিন আলী নামে একজনকে স্বজনরা ময়মনসিংহ নিয়ে গেছেন, সুজন নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

কারখানার অ্যাডমিন ম্যানেজার এম আর শিপু চৌধুরী বলেন, প্রতিদিনের মতো শ্রমিকরা সকালে কাজে যোগ দেন। সকাল ৯টার দিকে হঠাৎ কারখানার স্যাম্পল রুমে স্থাপন করা ৫ কেজি ক্যাপাসিটির মিনি বয়লার বিস্ফোরণ হয়।