January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 20th, 2025, 2:08 pm

যুক্তরাজ্যে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জন্য দোয়া

অনলাইন ডেস্ক:
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও লন্ডনে চিকিৎসাধীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে বাংলাদেশি অধ্যুষিত ব্রিকলেন জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক বলেন, অন্যান্য রাজনৈতিক দল তাদের নেতার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করে কেক কাটে কর্মসূচি পালন করে। আমরা তা করছি না। আসলে মৃত্যুর পরে মানুষের জন্মমৃত্যু সমান হয়ে যায়। আমরা যুক্তরাজ্য বিএনপি সারা বিশ্বের মুসলিম এবং বাংলা ভাষাভাষীদের কাছে শহীদ রাষ্ট্রপতির জন্য দোয়া চাই। এছাড়া আমাদের নেত্রীর চিকিৎসা চলছে। তার জন্যও দোয়া চাই।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য প্রায় ৩ হাজার মানুষ প্রাণ দিয়েছে। আমরা চাই অতি দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য। কারণ এখনও ভারতের এজেন্টরা তৎপর। যাতে বাংলাদেশে গণতন্ত্র ফিরে না আসে।

সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ বলেন, জিয়াউর রহমান আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছেন। আজ জিয়াউর রহমানের জন্মদিনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি অতি দ্রুত যেন নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়।

এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদ জিয়ার রোগমুক্তি ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে। লন্ডনের মেনর পার্কের শাহজালাল জামে মসজিদে যুক্তরাজ্য জিয়া পরিষদের উদ্বেগে এ কর্মসূচি পালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় জিয়া পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউরোপ সমন্বয়ক এমএ জলিল খান, কেন্দ্রীয় জিয়া পরিষদের সদস্য ও ইউরোপ সমন্বয়ক কবি কাউছার মাহমুদ, ইউকে জিয়া পরিষদের সহ-সভাপতি মমিন ভুঁইয়া কাজল, সাংগঠনিক সম্পাদক আহসান উদ্দিন মানিক হাই, সহ-সভাপত ইরাক চৌধুরীর, সহ-সভাপত মোল্লা ফিরোজ আলম, দেলোয়ার প্রদীপ ভুঁইয়া, আওলাদ হোসেন অরুণ, ইসলাম উদ্দিন পংকি, কাঞ্চন সরকার, লিটন, রাসেল আহমেদ প্রমুখ।