অনলাইন ডেস্ক :
লোকসংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের মা উজালা বেগম (৭৫) আর নেই। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন। মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী সজল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। সজল হোসেন জানান, দীর্ঘদিন ধরে লিভারজনিত অসুস্থতায় ভুগছিলেন উজালা বেগম। গত ১৫ সেপ্টেম্বর সকালে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এদিন তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। বুধবার দিবাগত রাতে আবারো তার শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল বৃহস্পতিবার সকালে মারা যান তিনি। গতকাল বাদ জোহর সিংগাইরের বাউল কমপ্লেক্সে স্বামী মধু বয়াতির পাশেই তাকে দাফন করা হয়। উজালা বেগমের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও মানিকগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন শ্রেণির মানুষ শোক জানিয়েছেন।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত