January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 21st, 2025, 2:48 pm

আমাদের ভালো মানুষ দরকার : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:
২০ টাকা (ব্রিটিশ মুদ্রায় ১৫ পেন্স) দিয়ে নিজের প্রাথমিক সদস্য পদ নবায়ন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ‘বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি’র উদ্বোধন করে অনলাইনে চাঁদা দিয়ে নিজের সদস্যপদ নবায়ন করেন তিনি।

এর আগে তারেক রহমান সদস্য ফরম পূরণ করে সদস্য নবায়ন ফিসহ ই-মেইলে পাঠান। তিনি বলেন, আমি ফরম পূরণ করে এখানকার মুদ্রায় ১৫ পেন্সসহ পাঠিয়েছি।

লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হওয়া তারেক রহমান বলেন, আমাদের তৃণমূলকে সংগঠিত করতে হবে। এখন বেশি করে কাজ করতে হবে, আমাদের সামনে বিশাল কাজ আছে। আমরা আমাদের হাজারো লক্ষ নেতাকর্মীদের নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, ঠিক একইভাবে আসুন আজ আবার দলকে পুনর্গঠিত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

তিনি আরও বলেন, দলকে যত শক্তিশালী পুনর্গঠিত করতে পারব, আগামী দিনে আমাদের ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র দ্রুত আমরা মেরামত করতে পারব, রাষ্ট্রকে পুনর্গঠন করতে পারব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের সমর্থন পাওয়ার পর দেশকেও পুনর্গঠন করতে হবে। দেশকে পুনর্গঠন করার জন্য রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা ৩১ দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। সেটিকে যদি বাস্তবায়ন করতে হয় অবশ্যই দলকে ঐক্যবদ্ধভাবে পুনর্গঠিত করতে হবে।

তারেক রহমান বলেন, যারা মেধাবী মানুষ, সেই মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী, সততা, আদর্শ আছে এরকম মানুষগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে। আরও বেশি করে দলের কাছে নিয়ে আসতে হবে, দলের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আমাদের ভালো মানুষ দরকার, অ্যাফেকটিভ মানুষ আমাদের আগামী দিনে দরকার। কারণ এ রাষ্ট্রকে পালিয়ে যাওয়া স্বৈরাচার ধ্বংস করে দিয়েছে, অনেক পেছনে নিয়ে গেছে। কাজেই আমাদের দলকে যদি পুনর্গঠিত করতে হয় সেরকম মানুষ দরকার। সেই রকম মানুষকে বের করে নিয়ে আসতে হবে।

মেধার নেতৃত্ব ও রাজনৈতিক প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের এখন প্রশিক্ষণের প্রয়োজন আছে। আমাদের কর্মীরা কেন জানি না রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে। গতকাল আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন হলো… এখানে আমাদের কর্মীরা যারা আসেন সাধারণত ভাইদের পেছনে আসে… এসে সেই ভাইদের পক্ষে স্লোগান দিতে থাকে… তারপর স্লোগান দেয় পূর্ব-পশ্চিম-উত্তর-দক্ষিণ। এটা রাজনীতি না। ইট ক্যান নট বি পলিটিক্স।

তিনি আরও বলেন, দেখুন রাজনৈতিক কর্মীর মুখ থেকে এ ধরনের স্লোগান আসা উচিত নয় এবং সেখানে কতটা দেউলিয়াপনা হতে পারে রাজনীতিতে, সেটা বোঝা যায়। আমাদের এক জায়গায় চরম দৈন্য আছে… এখান থেকে বেরিয়ে আসা উচিত।

প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত বক্তব্য দেন।

প্রাথমিক সদস্যপদ নবায়ন কর্মসূচির উদ্বোধনী দিনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, শ্যামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলমসহ সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি, বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যানসহ উপস্থিত নেতারা তাদের সদস্যপদ নবায়ন করেন।