January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 22nd, 2025, 2:12 pm

বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

অনলাইন ডেস্ক:

নেপালকে বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও শেষ পর্যন্ত জয়বঞ্চিত থেকেছে সুমাইয়া আক্তাররা।
গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের মেয়েদের বিপক্ষে ১৮ রানের জয়ে পরের পর্ব তথা বিশ্বকাপের সুপার সিক্সে পৌঁছে গেছে ইয়াং টাইগ্রেসরা।

আজকের দিনটা বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য জয়জয়কার। বাংলাদেশ সময় সকালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিক মেয়েদেরকে ওয়ানডেতে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার কিছু সময় পরই মালয়েশিয়ায় স্কটিশ মেয়েদের হারিয়ে সুপার সিক্সে উঠল যুবা মেয়েরা।

মালয়েশিয়ার বাঙ্গিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল স্কটল্যান্ড। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ।

দলের হয়ে ৩৬ বলে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার। এ ছাড়া ১৯ বলে ২১ রান করেন আফিয়া আশিমা ইরা। স্কটল্যান্ডের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন নাঈমা শেখ এবং মাইসি মাসিয়ারা।

টার্গেট তাড়ায় জয়ের পথে ভালোভাবেই ছিল স্কটিশ মেয়েরা। দুই ওপেনারের দ্রুত বিদায়ের পরও দলকে এগিয়ে নিচ্ছিলেন পিপা স্প্রৌল এবং অধিনায়ক নিয়ামহ মুইর জুটি। দলীয় ৬৯ রানের মাথায় ৩২ বলে ২২ রান করে থামেন মুইর। হাবিবা পিংকির শিকার হয়েছেন তিনি।

এরপর পিপা স্প্রৌলের বিদায়ে ছিটকে যায় স্কটল্যান্ড। আনিসা আক্তার সোবার বলে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪১ বলে ৪৩ রান। এরপর আর কেউ সেভাবে লড়াই চালাতে পারেননি। শেষ পর্যন্ত ১০৩ রান তুলে থেমেছে স্কটিশ মেয়েরা। ১৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন আনিসা আক্তার সোবা। এ ছাড়া ১টি করে উইকেট পেয়েছেন হাবিবা ইসলাম পিংকি এবং নিশিতা আক্তার নিশি।

প্রসঙ্গত, চার গ্রুপের প্রতিটি থেকে সেরা তিনটি করে দল সুপার সিক্স পর্বে খেলার সুযোগ পাবে। সেখানে দুই গ্রুপের শীর্ষ দু’টি করে দল সেমিফাইনালের টিকিট পাবে। ৩১ জানুয়ারি সেমিফাইনাল এবং ২ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।