January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 22nd, 2025, 5:15 pm

৩৩ লাখ টাকার কাজে ২৬ লাখ টাকা দুর্নীতি

খুলনা প্রতিনিধি:
খুলনা পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্কশপে ৩৩ লাখ টাকার প্রকল্পের কাজে ২৬ লাখ টাকার অনিয়ম পেয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুপুরে খুলনার জোড়াগেটে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় দুদক। এ সময় প্রকল্পটির সিভিল ও মেকানিক্যাল দুটি কাজেরই অনিয়ম দেখতে পান দুদক কর্মকর্তারা। যার মধ্যে মানহীন ও নিম্নমানের পুরাতন সরঞ্জাম ব্যবহার, কাজ শেষ হবার আগে ঠিকাদারকে বিল প্রদানসহ নানা অনিয়মের প্রমাণ মিলেছে। এছাড়া কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ওয়ার্কশপের ভেতরের পরিত্যক্ত গোডাউনের ইট প্রকল্পের কাজে ব্যবহার ও নিয়ম বহির্ভূত ভাবে স্ক্রাব মালামাল কালো বাজারে বিক্রির প্রস্তুতির প্রমাণ পেয়েছে দুদক। এ সময় পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্কশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানান দুদক কর্মকর্তারা। অভিযানে দুদকের উর্ধ্বতন কর্মকর্তাসহ গণপূর্ত ও সড়ক বিভাগের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।দুদকের খুলনার উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ বলেন খুলনা পানি উন্নয়ন বোর্ডের প্রজেক্টের একটি কাজ ছিলো ৩২ লক্ষ ৯৬ হাজার ১০১ টাকার একটি কাজ ছিলো যার মধ্যে ৭টি আইটেম রয়েছে। ৫টি মেরামত যা স্বল্প মূল্যের এবং ২টি ম্যাকানিকাল যা ২৬ থেকে ২৭ লক্ষ টাকা হবে। আমরা সরেজমীন বিশেষজ্ঞ দিয়ে তদন্ত করে দেখেছি। ম্যাকানিকাল যে দুইটি কাজ রয়েছে যার মূল্য ২৬ থেকে ২৭ লক্ষ টাকা তার কোন কাজ পাওয়া যায়নি। বাকি মেরামতের ৫টি কাজের মধ্যেও রয়েছে ব্যপক অনিয়মের চিত্র। এনাদের ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে দুদকের উর্ধ্বতন কর্মকর্তাসহ গণপূর্ত ও সড়ক বিভাগের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।