নিউজ ডেস্ক:
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-কে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে দৈনিক ভোরের আকাশ।আজ রোববার (২৬ জানুয়ারি) ডিআরইউ সভাকক্ষে দৈনিক ভোরের আকাশের সম্পাদক ও ডিআরইউ সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান সংগঠনের সভাপতি আবু সালেহ আকনের হাতে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

এসময় ইলিয়াস খান বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি আমাদের প্রাণের সংগঠন। ভোরের আকাশ পরিবারের পক্ষ থেকে ডিআরইউর পাশে থাকতে পেরে খুবই আনন্দিত। ভবিষ্যতেও ডিআরইউ’র পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এসময় সভাপতি আবু সালেহ আকন দৈনিক ভোরের আকাশ পরিবার ও ডিআরইউ সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় দৈনিক ভোরের আকাশের বিজনেস এডিটর বশির আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া ডিআরইউ সহ-সভাপতি গাযী আনোয়ার, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
নৌ নিরাপত্তা নিশ্চিতকরণে বর্তমান সরকার বদ্ধপরিকর: নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন
ফ্যাক্ট চেকিং ও গুজব প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের বিশেষ দক্ষতা নিয়ে কাজ করতে হবে : প্রধান তথ্য অফিসার
আবু সাঈদের জীবন দান দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দার্শনিক ঘটনা: ফরহাদ মজহার