January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 30th, 2021, 9:37 pm

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ১৯০ ডেঙ্গু রোগী

ডেঙ্গু সহ বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা বাড়ছে। ছবিটি বৃহস্পতিবার রাজধানীর মিডফোর্ড হাসপাতাল থেকে তোলা।

নিজস্ব প্রতিবেদক:

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯০ জন। তাদের মধ্যে ঢাকাতেই ১৪৯ জন ও ঢাকার বাইরে ৪১ জন রোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতলে মোট ভর্তি রয়েছেন ৯৬০জন। তাদের মধ্যে ঢাকাতেই ভর্তি রয়েছেন ৭৫৬ জন ও ঢাকার বাইরের হাসপাতালে রয়েছেন ২০৪ জন। সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি হওয়া ১৯০ জন রোগীর মধ্য রাজধানী ঢাকায় সরকারি ও স্বায়ত্বশাসিত হাসপাতালে ৫৮ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৯১ জন ভর্তি হন। এ ছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৪১জন ভর্তি হন। এছাড়া ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৮ হাজার সাতজন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৯৫৭ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মোট ১৮ হাজার ১৯৭ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্ট ৭ হাজার ৬৯৮ জন এবং চলতি মাসে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৭ হাজার ৮৪১ জন ভর্তি হন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৭ জনের মৃত্যু হয়। তাদের জুলাই ১২ জন, আগস্ট ৩৪ জন এবং ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়।