ইউরোপের দেশ সুইডেনে একাধিকবার কোরআন পোড়ানো ইরাকি যুবক সালওয়ান মোমিকা (৩৮) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী স্টকহোমের কাছে সোদারটালজি শহরে নিজ বাড়িতে থাকা অবস্থায় গুলি করা হয় তাকে।
ঘটনার সাথে জড়িত সন্দেহে ইতোমধ্যেই ৫ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তবে গ্রেফতারকৃতদের মধ্যে বন্দুকধারী আছে কিনা তা জানা যায়নি।
ইসলাম বিদ্বেষী সালওয়ান ২০২৩ সালে একাধিকাবার কোরআন পুড়িয়ে আলোচনায় আসেন। হত্যার কয়েক ঘণ্টা পরই কোরআন পোড়ানো মামলার রায় হওয়ার কথা ছিল। সুইডিশ পুলিশের পক্ষ থেকেও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।
সুইডিশ মিডিয়া জানায়, ঘটনার সময় ওই যুবক টিকটক লাইভে ছিলেন। পরে পুলিশ এসে ফোন থেকে লাইভ শেষ করে।
আরও পড়ুন
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য: সালাহউদ্দিন আহমদ
জয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ
ফরিদা পারভীনের শারীরিক অবস্থার অবনতি