February 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 2nd, 2025, 1:59 pm

রংপুর ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রংপুর ব্যূরো: রংপুর ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা শনিবার নগরীর রাধাবল্ভবস্থ সমিতি ভবনে অনুষ্ঠিত হয়েছে। কার্যনির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক  জয়নাল আবেদীনের সঞ্চালনায় সমিতির  সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা  মো: মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে ২০২৩ এবং ২০২৪ সালের বার্ষিক সাধারণ সভায় সমিতির সাধারণ সম্পাদক শিল্পপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন। এর আগে সমিতির প্রাক্তন সভাপতি রংপুর জেলা প্রশাসক খন্দকার আতিয়ার রহমান, আজীবন সদস্য প্রফেসর ডা: ইয়াসমিন আরা হক চন্দনা, প্রবীণ আইনজীবী দীপক কুমার সাহা এবং সমিতির আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ি সফিকুল ইসলাম সন্টুর মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন ১ মিনিট নিরবতা পালন সহ বিশেষ মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন রংপুর মডেল মসজিদের পেশ ঈমাম মাওলানা জাহিদুল ইসলাম। সাধারণ সম্পাদক  বাবু সভায় বলেন  সারা দেশে বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছে শতশত যুবক প্রাণ দিয়েছে হাজার হাজার বিভিন্ন বয়সের মানুষ আহত হয়েছে। অতপর ৫আগষ্ট দেশের সর্বত্র পালাবদল হলেও রংপুর ডায়াবেটিক সমিতির ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। আজও রংপুর ডায়াবেটিক সমিতি বৈষম্যের শিকার । তিনি বলেন সরকারি অর্থায়নে সারা দেশেই ডায়াবেটিক সমিতি এবং হাসপাতাল নির্মান হলেও  শুধু মাত্র আমলাতান্ত্রীক জটিলতায় এবং তাদের কুট চালে এই সমিতির ভাগ্যের কোন পরিবর্তন হয়নি । ফলে সমাজের বিত্তশালী দানশীন ব্যাক্তি এবং সমিতির নির্বাহী কার্য পরিষদ সদস্যদের আর্থিক অনুদানে ৬তলা হাসপাতাল ভবন নির্মানের কাজ ধীরে ধীরে এগুচ্ছে । বর্তমানে আরো টাকার প্রয়োজন । টাকার অভাবে হাসপাতালটির কাজ সম্পন্ন করা যাচ্ছেনা । এব্যাপারে সরকার সহ সমাজের বিত্তবানদের সহযোগিতা করার আহবান জানান তিনি । এরপর আয় ব্যয়ের খতিয়ান উপস্থাপন করেন ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ সামসাদ বেগম । এসময় সমিতির সার্বিক কার্যক্রম বিষয়ে আলোচনায় অংশ নেন আজীবন সদস্য প্রফেসর নুরুন নবী চৌধুরী নির্বাহী সদস্য প্রফেসর ডা: আব্দুর রউফ, নির্বাহী সদস্য সাহিদা পারভীন তৃসা,আজীবন সদস্য পার্থবোস, আজীবন সদস্য প্রফেসর ডা: লাইক আহমেদ খান,আজীবন সদস্য ডা: সমর্পীতা বোস তানিয়া, আজীবন সদস্য মোছাদ্দেকুর রহমান,আজীবন সদস্য  এবরারুর হক, আজীবন সদস্য আবুল কালাম আজাদ মিঠু, আজীবন সদস্য আয়েশা সিদ্দিকা এবং আজীবন সদস্য শামীম খান রাজু । এর আগে সমিতির কাজের অগ্রগতি  আগামি কর্মপরিকল্পনার বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সাবেক বিশ^ ব্যাংকের কর্মকর্তা প্রবাসী  ফরহাদ হোসেন রাবু । বার্ষিক সাধারন সভায় সমিতির যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: জাহাঙ্গীর সদস্য প্রফেসর ডা: নোয়াজেশ ফরিদ পাশা, মঞ্জুর আহমেদ আজাদ সহ কার্যনির্বাহী পরিষদের সদস্য আজীবন সদস্য  সাংবাদিকসহ দু‘শতাধিক ব্যাক্তি উপস্থিত ছিলেন ।