জেলা প্রতিনিধি (ডামুড্যা):
শরীয়তপুর জেলার সখীপুরে শ্যলকের হাতে দুলাভাই খুন। নেশার টাকার জন্য ঘুমন্ত অবস্থায় বাক প্রতীবন্ধী জাফর সরদারকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের মাদকাসক্ত শ্যলক স্বপন আহম্মদ শাওনকে আটক করেছে সখিপুর থানা পুলিশ। শনিবার ১লা ফেব্রæয়ারী ভোরের দিকে সখিপুর থানার ডিএম খালী ইউনিয়নের সরদারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাফর সরদার একজন পোষাক কর্মী। তিনি এলাকায় মৃত শাহআলম সরদারের পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়ন এলাকায় মাদকাসক্ত স্বপন আহম্মেদ শাওন সাম্প্রতিক নিজের ২৬ দিনের নবজাতক ছেলেকে গলা টিপে হত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন দেখে ফেলায় শিশুর প্রাণ বেচে যায়। গতকাল শুক্রবার রাতে শাওনের বাড়ীতে সালিশ বসে। সালিশগণ রাতেই তার বোনের সঙ্গে শাওন তার ভগ্নিপতি জাফর সরদারের বাড়ীতে নিয়ে যায়। রাতে জাফর সরদার শাওন একই খাটে ঘুমান। শনিবার ভোরের দিকে ঘুমন্ত অবস্থায় জাফর সরদারকে পাথর দিয়ে মাথায় আঘাত করলে সে ঘটনাস্থলে মারা যায় এবং স্বপন আলামারী ভেঙ্গে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। সখিপুর থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। নিহত জাফর সরদারের মা আয়েশ বেগম বলেন আমার ছলেকে নেশার টাকার জন্য পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছে শাওন আমার ছেলের কি অপরাধ ছিল। আমার ছেলের হত্যার বিচার চাই। সখিপুর থানার ওসি মোঃ ওবায়দুল হক ইত্তেফাককে বলেন নিহত জাফরের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত স্বপন আহম্মেদ শাওনকে গরীবেরচর এলাকা থেকে আটক করা হয়েছে এ ঘটনায় মামলা প্রক্রিয়ধীন।
আরও পড়ুন
২০২২ কুয়েট শিক্ষার্থীকে হত্যা চেষ্টায় ছাত্রলীগের নেতা-কর্মীদের শাস্তির ৪ দফা দাবিতে সম্মেলন
রংপুর অঞ্চলের কৃষিপণ্য পরিবহনে ঘোড়ার গাড়িই ভরসা
বাংলাদেশের মানুষ ১৪, ১৮ ও ২৪ এর মতো আর কোন নির্বাচন চায়না -অধ্যাপক গোলাম পরওয়ার