৩১ জানুয়ারি ২০২৫ খ্রি. মাসব্যাপী ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে সংরক্ষিত স্টল ক্যাটাগরিতে ১ম পুরস্কার (1st Award in Best Reserved Stall Category) অর্জন করেছে বিসিক, শিল্প মন্ত্রণালয়।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবারের মেলায় হল ‘এ’-তে পিএস ৩২ নম্বর দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় স্টল নির্মাণ করে। বিসিকের স্টলে ৮ জন উদ্যোক্তার তৈরি জামদানি, শীতলপাটি, শতরঞ্জি, পাট ও চামড়াজাত পণ্য, বাঁশ ও বেতের সামগ্রী, নকশী কাঁথা, বুটিকস, হাতের কাজের পণ্য এবং বিসিকের নিজস্ব উৎপাদিত খাঁটি মধু ইত্যাদি প্রদর্শিত ও বিক্রয় করা হয়।
মেলায় বিসিকের স্টল, দর্শনার্থীদের দারুণ সাড়া পেয়েছে এবং বিক্রিত পণ্যের গুণগত মান ও নান্দনিকতা প্রশংসিত হয়েছে। উদ্যোক্তারা তাঁদের পণ্য বিপণনের পাশাপাশি নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পেয়েছেন।
বিসিকের এই সফল অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে সংরক্ষিত স্টল ক্যাটাগরিতে ১ম পুরস্কার (1st Award in Best Reserved Stall Category) অর্জন করেছে বিসিক। এ অর্জন বিসিকের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ও উদ্যোক্তাদের নিরলস পরিশ্রমের ফলাফল।
বিসিক পরিবার এ সফল আয়োজনের জন্য মেলার সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, অংশগ্রহণকারী উদ্যোক্তা, দর্শনার্থী ও ক্রেতাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে। ভবিষ্যতেও বিসিক উদ্যোক্তাদের পাশে থেকে তাদের উন্নয়নে সহায়তা করবে এবং দেশীয় শিল্পের বিকাশে ভূমিকা রাখবে।
আরও পড়ুন
ব্যাংক লুটের টাকা পুতুলের সূচনা ফাউন্ডেশনে
বাকাএভের সভাপতি মাহবুব আলম, মহাসচিব তানভীর আহমেদ
ব্যবসা ও বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ব্যবসায়ীদের