অনলাইন ডেস্ক:
প্লে-অফ মাঠে গড়াবে দুপুরে। তার আগে যেন রীতিমত তারার হাট বসাচ্ছে এবারের বিপিএল। শুরুর দিকে বিদেশি খেলোয়াড় নিয়ে কিছুটা আক্ষেপ আর সংকট থাকলেও প্লে-অফের দিন সকাল থেকেই আসতে শুরু করেছে একের পর এক সাইনিং এর খবর।
দিনের শুরুতেই একে একে চার বিদেশি তারকার রংপুর রাইডার্সে যোগ দেয়ার খবর সামনে আসে। এবার তাতে যোগ দিল তাদের আজকের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। এলিমিনেটরের আগে তাদের দলে যোগ দিচ্ছেন দুই ক্যারিবিয়ান তারকা। শিমরান হেটমায়ার এবং জেসন হোল্ডার আসছেন মেহেদি হাসান মিরাজের দলে।
সোমবার সকালেই নিজেদের ফেসবুক পেইজে এই দুই তারকার দলে যোগ দেয়ার কথা নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। খুলনা টাইগার্স এবারের বিপিএলে প্লে-অফ নিশ্চিত করেছে একেবারেই শেষ ম্যাচে এসে। দলের বিদেশি তারকাদের মাঝে মোহাম্মদ নাওয়াজ এবং বোসিস্টোই ছিলেন নিয়মিত পারফর্মার। দেশী খেলোয়াড়দের ওপর ভর করেই সেরা চারে এসেছে তালহা জুবায়েরের দল। তবে এবারে প্লে-অফের বাঁচা মরার লড়াইয়ে বিদেশি তারকাদের নিয়ে শক্ত দল দাঁড় করিয়েছে তারা।
রংপুর রাইডার্সের বিপক্ষে আজ দুপুরে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স। মেহেদি হাসান মিরাজের দলটি এই মুহূর্তে আছে বেশ ভালো ছন্দে। তবে প্রতিপক্ষ দলে একইদিনে যুক্ত হয়েছেন আন্দ্রে রাসেল, জেমস ভিন্স এবং টিম ডেভিড। এই ম্যাচে জয়ী দল ম্যাচ খেলবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিপক্ষে।
আরও পড়ুন
রংপুর রাইডার্সকে বিদায় করে বিপিএলের কোয়ালিফায়ারে খুলনা
নতুন শিক্ষাবর্ষে ২২ কোটি বই এখনো সরবরাহ হয়নি, পড়াশোনা ব্যাহত
আন্দোলন দমনে গুলির ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে : রিজভী