অনলাইন ডেস্ক:
ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে সোমবার (৩ ফেব্রুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে ওয়াশিংটন ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে পৌঁছেছেন বিএনপির এই দুই জ্যেষ্ঠ নেতা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও তারেক রহমানের প্রতিনিধি হিসেবে লন্ডন থেকে তার কন্যা জাইমা রহমান ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যাবেন বলে জানিয়েছে বিএনপি।
আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স।
আরও পড়ুন
পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার
আ.লীগের লিফলেট বিতরণ করা বিসিএস কর্মকর্তা মুকিব গ্রেপ্তার
শ্রম আইন আইএলও’র মানদণ্ডে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস